• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০১:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০২:২৪ পিএম

ইডেন টেস্টের শুরুতে ঘণ্টা বাজালেন শেখ হাসিনা ও মমতা (ভিডিও)

ইডেন টেস্টের শুরুতে ঘণ্টা বাজালেন শেখ হাসিনা ও মমতা (ভিডিও)
ঘণ্টা বাজাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ছবি : ক্রিকবাজ

ভিডিও লিংক দেখতে ক্লিক করুন এখানে

এক টেস্টকে ঘিরে আয়োজনের যেন শেষই নেই। খোদ প্রধানমন্ত্রীই হাজির হয়েছেন ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট উদ্বোধন করতে। যদিও এটা কোনো সাধারণ টেস্ট ম্যাচ নয়। দুই দেশের জন্যই প্রথম দিবা-রাত্রির এই টেস্ট নিশ্চিতভাবেই উজ্জ্বল হয়ে থাকবে দুই দেশের ক্রিকেট ইতিহাসে। 

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কলকাতায় টেস্ট দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুপুরে ইডেনের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন তিনি। যেখানে তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

মাঠের লড়াইয়ে নামার আগে ভাগ্যটাও সহায় হয়েছে টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এর আগে হওয়া ১১ দিবা-রাত্রির টেস্টে আগে ব্যাট করে ম্যাচ জেতার সংখ্যাটা ৫, অন্যদিকে হেরেছে ৬ ম্যাচে। এখন দেখার বিষয় বাংলাদেশ কী করে। 

এমএইচবি