• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৩:০১ পিএম

‘সেরাকে ভোট দিতে হলে মেসিকেই দেই’

‘সেরাকে ভোট দিতে হলে মেসিকেই দেই’
ব্যালন ডি অরের জন্য মননোয়ন পাওয়া তিন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, ভার্জিল ফন ডাইক ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফ্রান্সে সোমবার দেয়া হবে গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি-অর। সেটা কার হাতে উঠবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই কষছেন বিভিন্ন হিসেব-নিকেশ। তবে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে এসবে যেতে নারাজ। তার মতে সেরাকে ভোট দিতে হলে দেয়া উচিত মেসিকেই।

তিনি বলেন, ‘আমি এসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখি না। কারণ এগুলো দীর্ঘ সময় নিয়ে হয়ে থাকে। আপনি যাকে ভোট দিয়েছেন আমিও তাকে ভোট দিয়েছি। সেরাকেই ভোট দিতে হলে আসুন মেসিকে দিই, তাহলেই তো সমস্যার সমাধান।’

লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপের কথাও স্পষ্ট। তার মতে, এই প্রজন্মের সেরা হলে অবশ্যই মেসি কিন্তু যদি কেবল গত মৌসুমের সেরা ভাবা হয় তাহলে পুরস্কারটা উঠা উচিত ভার্জিল ফন ডাইকের হাতে। তিনি বলেন, ‘এ প্রজন্মের সেরা খেলোয়াড়ের হাতে ব্যালন ডি’অর তুলে দিতে চাইলে সেটি সব সময় মেসিকেই দেওয়া উচিত। কিন্তু গত মৌসুমের সেরা খেলোয়াড়কে দিতে চাইলে সেটি ভার্জিল ফন ডাইক। জানি না কী ঘটবে তবে আমার কাছে বিষয়টি এ রকমই।’ 

এমএইচবি