• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০২:৩৫ পিএম

ওয়ার্নার রেকর্ড ভাঙলে সবার আগে অভিনন্দন জানাতেন লারাই

ওয়ার্নার রেকর্ড ভাঙলে সবার আগে অভিনন্দন জানাতেন লারাই
ব্রায়ান লারা ও ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের ব্যাটটা যেন হয়ে উঠেছিল রান পাহাড়ে চড়ার মই। নিজের সেই প্রথাগত উৎযাপনে মোট চারবার নিজেকে শূন্যে ছুঁড়েছেন এই অজি ব্যাটসম্যান। সাধারণত সেঞ্চুরি করলে একবারই তা করেন তিনি। কিন্তু ইনিংসটাতে যে মোট তিনবার সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। আর শেষে ট্রিপল সেঞ্চুরির পর লাফ দিয়েছেন দুই বার। 

ওয়ার্নারের সেই মহাকাব্যিক অপরাজিত ৩৩৫ রানের ইনিংসটিতে অনেক রেকর্ডই ভেঙে গেছে। তবে সবার আফসোস টেস্ট ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে না পারায়। আর তার জন্য অজি অধিনায়ক টিম পেইনকে দায়ী করা হচ্ছে। তিনিই তো ইনিংস ঘোষণা করে দেয়ায় আর ভাঙা হয়নি লারার রেকর্ড। 

অথচ যার রেকর্ড ভাঙা নিয়ে এতো কথা, সেই লারা নিজেই জানিয়েছেন ওয়ার্নার যদি তার রেকর্ড ভাঙতেন তাহলে সবার আগে অভিনন্দন জানাতেন ক্যারিবীয় কিংবদন্তিই। তিনি বলেন,‘রেকর্ড গড়াই হয়, ভাঙার জন্য। যখন সে স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলে দিলেন, তখন খুব করে চেয়েছিলাম, যেন আমার রেকর্ডটাও সে ভাঙতে পারে।’

তবুও ওয়ার্নারের প্রশংসা করতে ভোলেননি লারা। তিনি আরও বলেন, ‘ইনিংসটা ছিল দারুণ। আমি দেখছি, অস্ট্রেলিয়ানদের কাছে জয়টাই সবচেয়ে বড়। এছাড়া ওখানকার (অ্যাডিলেডের) আবহাওয়াও একটা বড় চিন্তার কারণ।’


এমএইচবি