• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০৪:১৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০৪:১৯ পিএম

সোনা জয়ের স্বপ্ন নিয়ে প্রথম ম্যাচেই হোঁচট বাংলাদেশের

সোনা জয়ের স্বপ্ন নিয়ে প্রথম ম্যাচেই হোঁচট বাংলাদেশের
ছবি : বিওএ

একে তো শক্তিশালি ভারত নেই, তার উপর সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পারফরম্যান্স বেশ আশা জাগাচ্ছিল এসএ গেমস ফুটবলে সোনা জয়ের। দেশ ছাড়ার আগে সে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটবলাররাও। কিন্তু প্রথম ম্যাচেই ভুটানের বিপক্ষে হোঁচট খেয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার ভুটান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০তে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর ভাগেই গোল হজম করে বাংলাদেশ। শেষপর্যন্ত সেটি শোধ দিতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে এদিন তায়কোয়ান্দোতে এসেছে বাংলাদেশের প্রথম সোনার পদক। তায়কোয়ান্দোর ২৯ বা এর বেশি ওজনের ইভেন্ট পুমসে পদক এনেছেন দীপু চাকমা। লাল-সবুজদের তৃতীয় পদক এবং প্রথম সোনার পদক এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দীপু।

সকালে এবারের আসরে বাংলাদেশকে প্রথম পদক দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ইভেন্টে মেয়েদের এককে ব্রোঞ্জ এনেছেন তিনি। সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অন্তরা। তার কিছু পরেই ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।

এমএইচবি