• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ১২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ১২:২২ পিএম

এস এ গেমসে বাংলাদেশের তৃতীয় স্বর্ণ জয়

এস এ গেমসে বাংলাদেশের তৃতীয় স্বর্ণ জয়
স্বর্ণ জয়ের পর বাধভাঙা আবেগে উল্লাসে ফেটে পড়েন মারজানা আক্তার পিয়া। ফটো : সংগৃহীত

নেপালের কাঠমান্ডু ও পোখারায় চলমান সাউথ এশিয়ান (এস এ) গেমসে আজ কারাতে ৫৫ কেজি কুমি নারী একক ইভেন্টে পাকিস্তানি প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশি অ্যাথলেট মারজানা আক্তার পিয়া। এবারের আসরে এটি বাংলাদেশের তৃতীয় স্বর্ণ জয়। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিনে  ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছেন মারজানা আক্তার পিয়া। সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন।

তার আগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন কুমিল্লার ছেলে আল আমিন। তিনি পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।

আজ আল আমিন কারাতে ডিসিপ্লিনে স্বর্ণ জিতলেও, গেমসের দ্বিতীয় দিনে কারাতের দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে হেরে যান বাংলাদেশের কারাতেকারা। যার ফলে বাংলাদেশ পায় দুটি রৌপ্য। পুরুষ একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তাফা কামাল ও মেয়েদের একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রৌপ্যপদক জেতেন।

গত সোমবার (২ ডিসেম্বর) তায়কোয়ান্দোর পুরুষ ইভেন্টে বাংলাদেশকে এবারের আসরে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন দীপু চাকমা।

আরআইএস