• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৫:১০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০৯:৩০ পিএম

আর্চারদের কল্যাণে বাংলাদেশের ১৪তম স্বর্ণজয়

আর্চারদের কল্যাণে বাংলাদেশের ১৪তম স্বর্ণজয়
সংগৃহীত ছবি

রোববার এসএ গেমসের পুরোটাই রাঙালেন দেশের আর্চাররা। মাঝে মেয়েদের ক্রিকেটে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বাকি পুরোটা জুড়েই আর্চারদের কতৃত্ব। তাদের কল্যানেই বাংলাদেশের স্বর্ণসংখ্যা এখন ১৩। আর্চারি ইভেন্টের প্রথম দিন শেষ হওয়া ৬টি ইভেন্টের সবগুলো থেকেই বাংলাদেশকে স্বর্ণ উপহার দিয়েছেন আরচাররা।

দিনের শেষ ইভেন্ট ছিল দলগত মিশ্র কম্পাউন্ড। এই ইভেন্টে স্বাগতিক নেপালকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আরচাররা। এ নিয়ে নেপালে চলমান এসএ গেমসের ৮ম দিন শেষে মোট ১৪টি স্বর্ণ জিতলো বাংলাদেশ। শেষ দিনে আজ মোট ৭টি স্বর্ণ এসেছে বাংলাদেশের ঝুলিতে। যার ৬টিই আরচারি থেকে। একটি এসেছে নারী ক্রিকেট থেকে।

এমএইচবি