• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ১০:৩৮ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ১০:৩৮ এএম

আর্চারিতে আরও এক দাপুটে দিনের শুরু, সোমার স্বর্ণজয়

আর্চারিতে আরও এক দাপুটে দিনের শুরু, সোমার স্বর্ণজয়
সংগৃহীত ছবি

আর্চারিতে বাংলাদেশের দাপট যেন থামছেই না। একের পর এক সাফল্যে আসছে। রোববার ৬ স্বর্ণজয়ের পর সোমবার সকালেও বজায় আছে সেই ধারা। আগের দিন দলগত ও মিশ্র রিকার্ভ ও কম্পাউন্ডের পর আর্চারিতে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন সোমা বিশ্বাস।

শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সোমা। রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও সোনা জিতেছিলেন এই আর্চার।

নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৫টি সোনা জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। হাতছানি আছে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ সোনা জয়কে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার। 

এমএইচবি