• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৪:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২১, ০৪:৪৪ পিএম

টোকিও অলিম্পিকে জুতা বিতর্ক! 

টোকিও অলিম্পিকে জুতা বিতর্ক! 

ওয়েলসের ম্যারাথন প্রতিযোগী ডেউই গ্রিফিথস অনুশীলন শেষে অবাক হয়ে গেলেন। কারণ, নাইকির নতুন জুতার কারণে সময় তো অপচয় হয়নি, উলটে আরো কিছুটা বেঁচে গেছে। আসন্ন অলিম্পিকে জুতায় এমন প্রযুক্তি ব্যবহার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। 

ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৯ সালেই নাইকি এমন একটি পেসমেকার প্রযুক্তি উদ্ভাবন এবং সংযোজন করে। সেটি আরেক ম্যারাথন দৌড়বিদ এলিউড কিপছোগের দৌড়ের সময়কাল কমিয়ে দুই ঘন্টার নিচে নিয়ে আসে। যদিও এটিকে কোনো স্বীকৃত ফলাফল হিসেবে নথিবদ্ধ করা হয়নি। তবে এমন প্রযুক্তির অনুমোদন দিয়েছে খোদ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। পরিষ্কারভাবে জানিয়েছে, এই প্রযুক্তি সম্বলিত জুতা প্রতিযোগিতাসমূহে ব্যবহার করা যাবে। এরপর থেকে বহু রেকর্ড ভাঙ্গার সাক্ষী এই প্রযুক্তি। 

গত শুক্রবারেই অনুষ্ঠিত ট্রায়ালে লন্ডনে দশম অবস্থানে ফিনিশিং লাইনে পৌঁছেছেন গ্রিফিথস। সেখানে জুতার ভূমিকা থাকুক বা না থাকুক, সকল সুনামের বিপরীতে সমালোচকদের মন্তব্য এই প্রযুক্তি অসম সুবিধা দিবে প্রতিযোগিদের।