• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ১২:৫০ পিএম

হোয়াইটওয়াশের পরেও সরফরাজের পক্ষেই থাকলেন আর্থার 

হোয়াইটওয়াশের পরেও সরফরাজের পক্ষেই থাকলেন আর্থার 

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে পাকিস্তান। শুধু তাই নয় হোয়াইটওয়াশ হওয়ার কারণে পাকিস্তান টেস্ট র‍্যাংকিংয়ের সাত নম্বরে নেমে গেছে। 

তবে এমন বাজে ফলাফলের পরেও পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদের পক্ষেই সাফাই গাইলেন দলটির কোচ মিকি আর্থার। তার মতে, সরফরাজ দিন দিন আরও শক্তিশালী হচ্ছেন।

মিকি আর্থার বলেন, সে (সরফরাজ) সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। আমি মনে করি তার উইকেটকিপিং দুর্দান্ত হচ্ছে। এমন দারুণ অধিনায়কের চারপাশ ঘিরে ভালো একটি দল গড়ে তোলা আমাদের প্রয়োজন। আমরা যদি তা করতে পারি, তাহলে সে আরও শক্তিশালী হবে।

প্রসঙ্গত, ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি ফিফটি পেলেও মাত্র ১৮.৬৬ গড়ে সরফরাজ করেছেন মাত্র ১১২ রান। গ্লাভস হাতে অবশ্য তিনি ছিলেন সফল। জোহানেজবার্গে ১০ ক্যাচ নিয়ে পাকিস্তানি উইকেটরক্ষক হিসেবে গড়েছেন এক টেস্টে সর্বাধিক ক্যাচ নেয়ার নতুন রেকর্ড।

আরএস