• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৩:০৩ পিএম

টেস্ট র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট হারালো বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট হারালো বাংলাদেশ

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টেস্টের বাৎসরিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজ এবং জিম্বাবুয়ে বনাম পাকিস্তান সিরিজকেও বিবেচনায় রাখা হয়েছে। হিসাবের মারপ্যাঁচে র‍্যাঙ্কিংয়ে সবার শেষে থাকা জিম্বাবুয়ের উপরের দলটি বাংলাদেশ। 

২০২১ সালে বাংলাদেশ চার টেস্টের তিনটিতে হেরেছে, ড্র করেছে একটি। তাই পাঁচ পয়েন্ট হারিয়ে মোট ৪৮ পয়েন্ট নিয়ে দলটি নবম। কিছুদিন আগেই টেস্ট শেষ হওয়া শ্রীলঙ্কাও পাঁচ পয়েন্ট হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আটে আছে। সর্বশেষ দল হিসেবে র‍্যাঙ্কিংয়ে আছে জিম্বাবুয়ে, তাদের পয়েন্ট ৩৫ এবং আট পয়েন্ট যোগ হয়েছে দলটির খাতায়। 

এমন র‍্যাঙ্কিংয়ের পেছনে ভূমিকা রেখেছে টেস্ট বিশ্বকাপের ম্যাচগুলো। মাত্র এক পয়েন্ট বেশি পেয়েই নিউজিল্যান্ডকে দুইয়ে নামিয়ে প্রথম স্থান অধিকার করেছে ভারত। যথাক্রমে ১২১  এবং ১২০ পয়েন্টে থাকা দল দুইটি খেলবে প্রথম টেস্ট বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়া পাঁচ পয়েন্ট পেছানোয় মোট ১০৮ পয়েন্ট নিয়ে চারে আছে, যেখানে মাত্র তিন পয়েন্ট যোগ হওয়ায় ১০৯ পয়েন্ট নিয়ে তাদের অ্যাশেজ প্রতিপক্ষ ইংল্যান্ড উঠে এসেছে তিনে। 

অবশ্য টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তান এবং আয়ারল্যান্ড র‍্যাঙ্কিংয়ের জন্য বিবেচনার মতো পর্যাপ্ত সংখ্যক টেস্ট না খেলায় তাদের র‍্যাঙ্কিংয়ের বাইরেই রাখা হয়েছে।