• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৪:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৪:৫৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় ২০ দল? 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় ২০ দল? 

চলতি বছরের অক্টোবর থেকেই শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, করোনা মহামারিতে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে না বাড়লে সম্ভাব্য ভেন্যু ভারত। খেলবে মোট ১৬টি দল। আগামী বছরেও অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ২০২৪ সালের আসরে ১৬ দলের স্থলে ২০টি দল অংশ নিতে পারে বলে জানা গেছে। 

মূলত ক্রিকেটের সম্প্রসারণের জন্যই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলে, যাদের মধ্যে ১০ দল পরের রাউন্ডে মূল পর্বে দুই ভাগে বিভক্ত হয়ে খেলার সুযোগ পায়। ২০টি দল অংশ নিলে সে ক্ষেত্রে পাঁচটি করে দল থাকবে চারটি গ্রুপে। 

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভাবনায় আছে ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর পরিকল্পনা। ২০০৭ সালে সর্বোচ্চ ১৬টি দল বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর সেটি কমে ২০১৯ সালে সর্বশেষ এসেছে মাত্র ১০টি দলে। কারণ হিসেবে দেখানো হয়েছিল, সম্প্রচারের সময় নাকি একপেশে ম্যাচগুলো খুব একটা দর্শক আকর্ষণ করে না। তবে বিগ থ্রির সেই রূপকথায় কিছুটা পরিবর্তন আসায় এবার আবারও ১৪ দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবা হচ্ছে। 

সব মিলিয়ে ক্রিকেটকে প্রসারিত করতে বেশ কিছু পদক্ষেপের মধ্যে দলসংখ্যা বাড়লে আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ের মতো দলগুলোর জন্য বেশ ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে।