• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০২১, ১১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০২১, ১১:৫৬ পিএম

উইম্বলডনে অংশগ্রহণ করবেন না ওসাকা

উইম্বলডনে অংশগ্রহণ করবেন না ওসাকা

কয়েকদিন আগে শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেননি হাইতিয়ান বংশোদ্ভূত জাপানি তারকা খেলোয়াড় নাওমি ওসাকা। এজন্যে বহিষ্কারের হুমকিও পেয়েছিলেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। একইসঙ্গে তাকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়। এরপর শেষমেশ নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়েই নেন তিনি।

এবার জানা গেল, ওসাকা উইম্বলডন ওপেনেও অংশগ্রহণ করবেন না।  ফ্রেঞ্চ ওপেনের মতো একই ঘটনার সম্মুখীন হওয়ার শঙ্কায় নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

টাইমস সংবাদপত্র রিপোর্ট অনুযায়ী ওসাকার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নাওমি এবারের উইম্বলডনে অংশগ্রহণ করবেন না। এ সময়ে তিনি তার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের দেশে, স্বদেশীয় সমর্থকদের সামনে অলিম্পিক কোর্টে নামতে মুখিয়ে রয়েছেন তিনি।