• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০২১, ০৩:৫৬ পিএম

উইম্বলডন ওপেন শুরু আজ

উইম্বলডন ওপেন শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন। তবে অন্য যেকোনো সময়ের চাইতে এবারের উইম্বলডনের আবহ একটু আলাদা। 

আসর শুরুর আগে বড় ধাক্কা রাফায়েল নাদাল নাম প্রত্যাহার করে নিয়েছেন। শুধু নাদাল নন, নারীদের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হালেপও খেলছেন না এবারের আসর। পায়ের পেশির চোটের কারণে এবার সরে দাঁড়িয়েছেন এ রুমানিয়ান তারকা। গণমাধ্যমের সঙ্গে বিরোধের জেরে হতাশায় ভুগতে থাকা নাওমি ওসাকাকেও কোর্টে দেখা যাবে না। 

কব্জির ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডমিনিক তিমও। তবে এবার উইম্বলডনে নজর কাড়বেন ফ্রেঞ্চ ওপেনের রানাসআপ সিতসিপাস। আর আছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ। তবে ঘাসের কোর্টে বরাবরের ফেবারিট ফেদেরার এবং জকোভিচ।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরছেন অ্যান্ডি মারে। নোভাক জকোভিচের সামনে সুযোগ রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সমান ২০তম গ্র্যান্ডস্ল্যাম স্পর্শ করার। এছাড়া মার্গারেট কোর্টের ২৪টা গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার মিশন নিয়ে খেলতে নামছেন ৩৯ বছর বয়সী সেরেনা উইলিয়ামস।