• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৮:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩, ২০২১, ০৮:৫৯ পিএম

নেকড়ের কাছে পাওয়া লড়াকু মনোভাবে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

নেকড়ের কাছে পাওয়া লড়াকু মনোভাবে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

উইম্বলডনের শিরোপা জয়ের মিশনে এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। ডেনিস কুডলাকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন জোকোভিচ। শৈশবে নেকড়েদের সাথে সময় কাটানো তাকে এমন ঘাম ঝরানো জয় পেতে সাহায্য করেছে বলে ম্যাচ শেষে জানিয়েছেন তিনি। 

এক নম্বর বাছাই জোকোভিচ প্রথম দুই সেট সহজেই জেতেন ৬-৪, ৬-৩ গেমে। তবে তৃতীয় সেটে বড় পরীক্ষা নেন গ্রাস কোর্টের শক্তিশালী খেলোয়াড় ডেনিস কুডলা। এক পর্যায়ে ৪-১ গেমে এগিয়েও ছিলেন তিনি। কিন্তু জোকোভিচ ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেটটি জিতে নেন ৭-৬ গেমের। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ চিলির ক্রিস্টিয়ান গারিন।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, প্রাণীদের সহজাত প্রবৃত্তি কিছুটা তার নিজের মধ্যেও আছে। তার শৈশব ছিল কিছুটা ভিন্ন। ন্যাটো যখন বেলগ্রেডে বোমা বিস্ফোরণ করে, তখন থেকেই তার পরিবারের কাছে লড়াই ছিল বেঁচে থাকার নামান্তর। টিকে থাকার জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হতো তাদের। পরাজয়কে মেনে নেয়া তিনি শেখেননি। পাহাড়ি এলাকায় নেকড়েদের সাথে তিনি অনেক সময় কাটিয়েছেন তখন। এবং তার লড়াকু মনোভাবও যে সেখান থেকেই পাওয়া সেটাই বললেন নাম্বার ওয়ান জোকোভিচ।