• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২১, ০৬:৪৩ পিএম

উইম্বলডন ওপেন

ফাইনালে কাল মুখোমুখি জকোভিচ-বেরেত্তিনি

ফাইনালে কাল মুখোমুখি জকোভিচ-বেরেত্তিনি

করোনাকালে প্রথবারের মতো ঘাসের কোর্টে গড়ানো ঐতিহ্যবাহী উইম্বলডন ওপেনের পুরুষ এককের ফাইনালে আগামীকাল রোববার (১১ জুকাই) মুখোমুখি হবেন পাঁচবারের উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ ফাইনালে এবং সপ্তম বাছাই ইতালির মাত্তেও বেরেত্তিনি।   

প্রথম সেমিফাইনালে বেরেত্তিনি পোল্যান্ডের হুবের্ত হুরকাৎজকে হারান ৩-১ সেটে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭) ও ৬-৪ গেমে জিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন।  দ্বিতীয় সেমিফাইনালে রীতিমতো ঘাম ঝরিয়ে শাপোভালভকে হারাতে হয়েছে জোকোভিচকে। তীব্র লড়াই শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৭-৬ (৭-৩), ৭-৫ ও ৭-৫।

বেরেত্তিনিকে হারাতে পারলে জোকোভিচ ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। বেরেত্তি জিতলে এটি হবে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং উইম্বলডন আগামী এক বছরের জন্য পাবে নতুন রাজা।