• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৩:৩১ পিএম

হার্ডলসে নরওয়ের বিশ্বরেকর্ড 

হার্ডলসে নরওয়ের বিশ্বরেকর্ড 
কারস্টেন ওয়ারহোমের চোখেমুখে বিস্ময়ের ঘোর। রয়টার্স

ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের ফেবারিট ছিলেন এই ইভেন্টে বিশ্বরেকর্ডধারী নরওয়ের কারস্টেন ওয়ারহোম। ৪৬.৭০ সেকেন্ডে দৌড়ে আগের বিশ্বরেকর্ডটা গড়েছিলেন তিনি। মঙ্গলবার (৩ আগস্ট) সেই রেকর্ড এবার নিজেই ভেঙেচুরে তছনছ করেছেন। 

দ্বিতীয় হওয়া যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দৌড়েও নাগাল পাননি। ৪৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে আগেই যে সোনা জেতা হয়ে গিয়েছিল ওয়ারহোমের!

৪৬.১৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া বেঞ্জামিনের আফসোস হতেই পারে এটা ভেবে, যে কেন এই ইভেন্টে আজ নেমেছিলেন ওয়ারহোম!