• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৪:১৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৪:১৮ পিএম

নারী বক্সার ইরির মাইলফলক 

নারী বক্সার ইরির মাইলফলক 

টোকিও অলিম্পিকে নতুন এক মাইলফলক গড়লেন সেনা ইরি। জাপানের প্রথম নারী বক্সার হিসেবে স্বর্ণপদক নিজের করে নিয়ে গড়লেন রেকর্ড।

মঙ্গলবার (৩ আগস্ট) মেয়েদের বক্সিংয়ের ফেদারওয়েট ইভেন্টে ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে ফিলিপাইনের নেস্তি পেতেসিওকে ৫-০ ব্যবধানে হারান জাপানি এ অ্যাথলেট।

এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।