টোকিও অলিম্পিকে নতুন এক মাইলফলক গড়লেন সেনা ইরি। জাপানের প্রথম নারী বক্সার হিসেবে স্বর্ণপদক নিজের করে নিয়ে গড়লেন রেকর্ড।
মঙ্গলবার (৩ আগস্ট) মেয়েদের বক্সিংয়ের ফেদারওয়েট ইভেন্টে ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে ফিলিপাইনের নেস্তি পেতেসিওকে ৫-০ ব্যবধানে হারান জাপানি এ অ্যাথলেট।
এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।