• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৬:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০২১, ১২:১৪ এএম

অলিম্পিক ছেলেদের হকিতে স্বর্ণ পেল বেলজিয়াম

অলিম্পিক ছেলেদের হকিতে স্বর্ণ পেল বেলজিয়াম
ক্যাপশন- স্বর্ণ জয়ের পর বেলজিয়ামের খেলোয়াড়দের উদযাপন । সংগৃহীত

টোকিও অলিম্পিকে ছেলেদের হকিতে সোনা জিতেছে বেলজিয়াম। ফাইনালে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে  ৩–২ গোলে হারিয়েছে তারা। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে বেলজিয়াম রুপা জিতেছিল।  

বেলজিয়াম আর অস্ট্রেলিয়ার মধ্যকার এ ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। নির্ধারিত সময়ে ১–১ গোলে অমীমাংসিত ম্যাচটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।

শুটআউটে বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট ভানাচ ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দেন তিনি। হকির বিশ্ব চ্যাম্পিয়ন এ মুহূর্তে বেলজিয়াম। যোগ্যতর দল হিসেবেই অলিম্পিকের শ্রেষ্ঠত্বও নিজেদের করে নিয়েছে তারা।