• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৩:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০২১, ০৩:৪৬ পিএম

করোনার কারণে প্যারালিম্পিকও থাকবে না দর্শক

করোনার কারণে প্যারালিম্পিকও থাকবে না দর্শক

করোনাভাইরাসের ডামাডোলে কোনো দর্শক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিকের। এবার অপেক্ষা প্যারালিম্পিকের। ২৪ আগস্ট টোকিওতে পর্দা উঠবে এই আসরের, শেষ হবে ৫ সেপ্টেম্বর। শুক্রবার (১৩ আগস্ট) রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জাপানে এখনও করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে। দেশটিতে লকডাউনও বিরাজমান। এই অবস্থায় দর্শক ছাড়াই প্যারালিম্পিক আয়োজন করা হবে। যাতে করোনাভাইরাসের ঝুঁকি ছাড়াই খেলা চালিয়ে নেয়া সম্ভব হয়। টোকিও অলিম্পিকের মতো প্যারালিম্পিকও জাপানের সম্রাট নারুহিতো উদ্বোধন করবেন।

প্যারালিম্পিকের ইতিহাসে একটি নির্দিষ্ট শহরে এর আগে দুটি আসর কখনোই আয়োজিত হয়নি। সে হিসেবে এবারের প্যারালিম্পিক আসর ব্যতিক্রমই। ২৪ আগস্ট টোকিও হবে প্রথম কোনো শহর যেখানে দুটি প্যারালিম্পিক হয়েছে। এর আগে ১৯৬৪ সালে প্যারালিম্পিক আয়োজিত হয়েছিল টোকিওতে। এবারের প্যারালিম্পিকে নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তায়কোয়ান্দো ও ব্যাডমিন্টন। এর আগে এই দুটি খেলা প্যারালিম্পিকে দেখা যায়নি।