• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০২১, ০৩:০০ পিএম

আগামী বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল নিউজিল্যান্ড

আগামী বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিল নিউজিল্যান্ড

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর। টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা রঙ হারালো এই প্রতিযোগিতা। কারণ আসন্ন আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে ধরা হয় ভবিষ্যতের তারকা খোঁজার প্লাটফর্ম হিসেবে। প্রতিটি দলই এখান থেকে পেয়েছে বহু তারকা খেলোয়াড়। ফলে প্রতিবারই সবার চোখ থাকে এই টুর্নামেন্টের দিকে।
 
নিউজিল্যান্ড দলও এই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু দেশটিতে করোনাভাইরাস জনিত বিধিনিষেধ এখনো পুরোপুরি শিথিল হয়নি। বিশেষ করে অন্য দেশ থেকে কেউ নিউজিল্যান্ডে গেলে পালন করতে হয় কঠোর কোয়ারেন্টাইন।

মূলত এ কারণেই আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে কিউইরা। যার ফলে কপাল খুলে গেছে স্কটল্যান্ডের। প্রাথমিকভাবে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব পেরোতে না পারলেও নিউজিল্যান্ড সরে দাঁড়ানোয় ১৬তম দেশ হিসেবে সুযোগ পেয়েছে স্কটিশরা।

স্কটল্যান্ডকে রাখা হয়েছে ডি গ্রুপে। যেখানে অন্য তিন দল হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। 

আগামী ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে যুব বিশ্বকাপের ১৪তম আসর। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০টি মাঠে হবে সব খেলা।

এই বিশ্বকাপ দিয়ে পুরুষদের বিশ্ব আসরে উগান্ডার অভিষেক হতে চলেছে। তারা রয়েছে বি গ্রুপে, বর্তমান রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে এ গ্রুপে। যেখানে অন্য তিন দল ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত।

আসরের উদ্বোধনী লড়বে ডি গ্রুপের চার দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে ১৬টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।

আগামী ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি- দুই সেমিফাইনাল হবে অ্যান্টিগার দুটি ভিন্ন স্টেডিয়ামে। যেখানে প্রথম সেমিফাইনাল হবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ও দ্বিতীয়টি হবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। ৫ ফেব্রুয়ারি ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে ১৪তম যুব বিশ্বকাপের ফাইনাল।

জাগরণ/এমইউ