• ঢাকা
  • শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:১৬ এএম

নওগাঁয় বালিকাদের ভলিবল প্রশিক্ষণ সমাপ্ত

নওগাঁয় বালিকাদের ভলিবল প্রশিক্ষণ সমাপ্ত

শিক্ষার্থীদের ভলিবল খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে নওগাঁয় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে। 

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালিকাদের মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি ও সনদপত্র বিতরন করা হয়। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জেলার মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। প্রশিক্ষনে বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জাগরণ/আরকে