নিষিদ্ধ বস্তু সেবনের মাধ্যমে কিশোরী ফিগার স্কেটার কামিলা ভালিয়েভার স্কেটিং নৈপুণ্য ডোপিংয়ে অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকে স্বর্ণজয়ের পর ভালিয়েভার ডোপ সংক্রান্ত বিতর্কের জেরে মঙ্গলবার (২৬ এপ্রিল) ক্রেমলিনে অলিম্পিকে স্বর্ণজয়ী অ্যাথলেটদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
জানা গেছে, ২৫ ডিসেম্বর রাশিয়ান ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে ডোপ পরীক্ষার জন্য নমুনা দেন ভালিয়েভা৷ সুইডেনের স্টকহোমে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সিতে পাঠানো সেই নমুনার ফলাফল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার৷ তাতে ক্রীড়া দুনিয়ায় নিষিদ্ধ ট্রাইমেটাসিডিন পজিটিভ হয়েছেন তিনি৷ অথচ ঠিক তার আগের দিনই রাশিয়াকে স্বর্ণ এনে দিয়েছিলেন তিনি৷
স্বভাবতই এই খবরে নিন্দার ঝড় উঠেছে৷ ফিগার স্কেটিংয়ের জার্মান তারকা কাটারিনা ভিট ফেসবুকে লিখেছেন, এটা লজ্জাজনক এবং (রাশিয়ার) দায়িত্বশীল প্রাপ্তবয়স্কদের এই ক্রীড়া থেকে আজীবন নিষিদ্ধ করা উচিত৷
আর রাশিয়ান অলিম্পিক কমিটির দাবি, জানুয়ারিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য দেয়া পরীক্ষাতেও নেগেটিভ ছিলেন ভালিয়েভা৷
রুশ অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট স্তানিসলাম পজ্দনিয়াকভ সুইডেনের ডোপ পরীক্ষার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন৷
তিনি মনে করেন, পদকপ্রাপ্তির পর ডোপের ফলাফল ঘোষণা উদ্দেশ্যপ্রণোদিত৷ ফলাফল ঘোষণায় এত দীর্ঘ সময় লাগার কারণ নিয়েও সন্দেহ তার৷ তবে এই দেরির কারণ কী তা এখনও জানা যায়নি৷
মাত্র ১৫ বছর বয়সেই কামিলা ভালিয়েভা গোটা ক্রীড়া দুনিয়ার নজর কেড়েছেন৷ ফিগার স্কেটিংয়ে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর সবশেষ বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকে স্বর্ণজয়ী তিনি৷
জাগরণ/খেলা/অলিম্পিক/কেএপি