• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০২২, ০৬:৩৯ পিএম

ভারতকে বিশ্বকাপ জেতাতে চান কোহলি

ভারতকে বিশ্বকাপ জেতাতে চান কোহলি

দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। গত আড়াই বছর ধরে বড় স্কোর বিশেষ করে সেঞ্চুরির অপেক্ষা করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। উইন্ডিজ সিরিজ থেকে ফের বিশ্রামে গেছেন কোহলি।

তবে এখনই হতাশ হতে চান না ভারতের সাবেক এই অধিনায়ক। দ্রুত ফর্মে ফিরতে চান তিনি। আগের মতো জ্বলে উঠে দলকে জেতাতে চান এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্টার স্পোটর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, 'আমার আসল লক্ষ্য হচ্ছে ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাতে সহযোগিতা করা। এজন্য আমি সবকিছু করতে প্রস্তুত।'

এদিকে ভারতীয় নির্বাচকরা চান, এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে মাঠে নামক কোহলি। কোহলি ছাড়া ভারতীয় দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারদের জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান।

২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পাওয়ার পর থেকেই রান খরায় কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ২০২০ থেকে এ বছর পর্যন্ত ৭০ ইনিংসে ২১টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেছেন কোহলি। সর্বোচ্চ ইনিংস ৮৯। অথচ ২০২০ সালের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি।

 

 

এসকেএইচ//