• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১২:৫৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০২২, ১২:৫৬ এএম

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইল ফটো

স্বাগতিক নিউজিল্যান্ডসহ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে ।

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ ছিল পরীক্ষা-নিরীক্ষার। নিউজিল্যান্ডে টি-২০ ত্রিদেশীয় সিরিজেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সাব্বির রহমানের জায়গায় নাজমুল শান্ত বা সৌম্য সরকার একাদশে ঢুকতে যাচ্ছেন।

তবে মেকশিফট ওপেনার মেহেদি মিরাজ টিকে যাচ্ছেন একাদশে। ত্রিদেশীয় সিরিজে এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনিই ইনিংস ওপেন করতে যাচ্ছেন। তবে ওপেনার হিসেবে টিম ম্যানেজম্যান্টের মন জয় করতে পারেননি সাব্বির। তাই পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের বদলী হতে পারেন সৌম্য সরকার বা নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডে সৌম্যের পারফরম্যান্স ভালো থাকায় তাকে বাজিয়ে দেখতে চায় দল। সেক্ষেত্রে ওপেনিংয়ে মিরাজের সঙ্গী হতে পারেন লিটন। তাকে তিনেও দেখা যেতে পারে। তিনে সৌম্য নামলে ওপেনিং করবেন লিটন। 

পছন্দের পজিশন ছেড়ে দলের স্বার্থে চারে ব্যাট করবেন সাকিব। সাকিব ফেরায় পাঁচে নামবেন আফিফ হোসেন, ছয়ে ইয়াসির আলী রাব্বি, সাতে নুরুল হাসান সোহান, আটে মোসাদ্দেক হোসেন সৈকত। 

নিউজিল্যান্ডের মাঠে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজ থাকছেন অটোচয়েজ হিসেবেই। এছাড়াও তার পেস সঙ্গী হতে পারেন তাসকিন বা হাসান মাহমুদ। স্পিনার হিসেবে থাকবেন নাসুম আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত/সৌম্য রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।

জাগরণ/খেলা/ক্রিকেট