• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ১২:১০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২৩, ১২:১০ এএম

সাকিবকে ম্যাচ ফির ১৫% জরিমানা

সাকিবকে ম্যাচ ফির ১৫% জরিমানা
ছবি ● ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম থেকে মাঠে ঢুকে পড়েন সাকিব আল হাসান

আসর শুরুর আগে বিপিএল আয়োজনকে যা-তা বলে হৈ চৈ ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ফের বির্তকে জড়ালেন তিনি। এবার নিয়ম ভেঙে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে তর্ক করে নতুন বিতর্কে জড়ালেন ফরচুন বরিশাল অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে তর্ককে যেন রীতি বানিয়ে ফেলেছেন সাকিব।

এই ঘটনার শাস্তি হিসাবে সাকিব, বিজয় এবং সোহানকে জরিমানা করেছে বিসিবি।

জানা গেছে, নিজেদের ভুল স্বীকার করায় অল্পতেই পার পাচ্ছেন দুজন। ম্যাচ রেফারি আকতার হোসেন ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করবেন তিনজনকে।

রংপুরের দেয়া ১৫৯ রান তাড়া করতে নেমে, বিজয়-ডি সিলভার স্ট্রাইক নেয়া নিয়ে আম্পায়ারের ভূমিকায় ক্ষেপেছিলেন তিনি। রাকিবুলের জায়গায় মাহেদীকে বল তুলে দেন সোহান। মাহেদীকে দেখে বিজয় স্ট্রাইকে আসতে চান, তবে আম্পায়ার বাধা দেন। বিষয়টা ভাল লাগে নি সাকিবের। তাই বলে অধিনায়ক কি এভাবে ঢুকে পড়তে পারে?

ড্রেসিং রুম থেকে ছুটে চলে যান মাঠে। যদিও কোনও ক্রিকেটার অথবা অধিনায়কের এভাবে মাঠে প্রবেশের নিয়ম নেই। দুই আম্পায়ার গাজী সোহেল ও রাজা রভিন্দ্রার সাথে তর্কে জড়ান সাকিব। পাঁচ মিনিট উত্তপ্ত বাক্য বিনিময়ে আবারও সমালোচনায় ফেলেছে টাইগার পোস্টারবয়কে।

ম্যাচ শেষে অধিনায়কের পাশে দাঁড়িয়েছে ফরচুন বরিশাল। ব্যাখ্যা দিয়েছেন দলটার চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এ ক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতেই মাঠে প্রবেশ করেন তিনি।’

বিসিবিও সাকিবের এমন আচরণ ভালভাবে নিতে পারেনি। আগ্রাসি সাকিবকে দেখা গেছে অনেকবার। এবারের বিপিএলে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনা সাকিবের এটাই প্রথম নয়। প্রতি দিনই যেন নতুন ঘটনার জন্ম দিচ্ছেন। প্রথম ম্যাচেও ‘এটা বল ওয়াড কল না করায়’ ক্ষেপেছিলেন সাকিব।

আসর শুরু আগে বিপিএল নিয়ে করেছেন কড়া সমালোচনা। হতে চেয়েছেন বিপিএলের সিইও। সুযোগ পেলে বসতে চান বিসিবি সভাপতির আসনে। এবার যেন আগের সব রেকর্ডকে হার মানিয়েছে।

জাগরণ/খেলা/ক্রিকেট/বিপিএল২০২২/এসএসকে