• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১১:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:৪৯ এএম

শুটিং বিশ্বকাপ

ফাইনালে কামরুন নাহার

ফাইনালে কামরুন নাহার
ছবি ● সংগৃহীত

কমনওয়েলথ কিংবা সাফে পদক রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু শুটিং বিশ্বকাপ এখনও বাংলাদেশি শুটারদের কাছে স্বপ্নের মতো ব্যাপার। এর আগে বাংলাদেশের কেউ শুটিং বিশ্বকাপের ফাইনালে পা রাখতে পারেননি। 

শনিবার (২৮ জানুয়ারি) ওই অপ্রাপ্তি ঘুচিয়েছেন শুটার কামরুন নাহার। 

জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছেন কামরুন নাহার। তবে ফাইনালে ভালো করতে পারেননি তিনি। আটজনের মধ্যে অষ্টম হয়েছেন। তার পরও ফাইনালে ওঠেই ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

বাছাইয়ে কামরুন নাহার ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন। এরপর পদকের লড়াইয়ে নামেন তিনি। গত অক্টোবরে কায়রোতে বিশ্বচ্যাম্পিয়নশিপেও আলো ছড়িয়েছিলেন কামরুন নাহার।

সেবার বাছাইয়ে ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শুটারের সর্বোচ্চ স্কোর। তবে ফাইনালে উঠতে পারেননি, ১৪তম হয়েছিলেন। জাকার্তায় কম স্কোর করেও ইতিহাস গড়লেন তিনি।

জাগরণ/খেলা/শুটিংবিশ্বকাপ/কেএপি