• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ১১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২৩, ১১:২৯ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় চমক

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় চমক
ছবি ● ফাইল ফটো

তৃতীয় ওয়ানডের দল দেয়ার আগেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে আছে একাধিক চমক। প্রথমবার ডাক পেয়েছেন তিন খেলোয়াড়। আর ফিরেছেন দুইজন। এর মধ্যে একজন ফিরেছেন আট বছর পর। 

সাকিব আল হাসানের নেতৃত্বে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন ডানহাতি ব্যাটার রনি তালুকদার। সদ্য শেষ হওয়া বিপিএলে পারফর্ম্যান্সের স্বীকৃতি হিসেবে রনির দলে ফেরা। ১৩ ম্যাচে ৩ ফিফটিতে ৪২৫ রান করে বিপিএলের দ্বিতীয় সেরা স্কোরার হন রনি। 

প্রায় আট বছর পর যেকোনো সংস্করণের জাতীয় দলে ডাক মিলেছে রনির। ২০১৫ সালের জুলাইতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। ওই এক ম্যাচেই আটকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিপিএলের কল্যাণে এবার সেই টি-টোয়েন্টি দিয়েই নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছেন তিনি। সবশেষ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ৩২ বছর বয়সী রনির ব্যাট থেকে। রংপুর রাইডার্সের হয়ে ১২৯.১৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৪২৫ রান। 

একই সাথে বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে প্রথমবার জাতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম। একই সাথে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয় আর পেসার রেজাউর রহমান রাজা। দেড় বছর পর ফিরেছেন অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারী।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাওয়া হৃদয় ছিলেন বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ১৩ ম্যাচে ১৪০.৪১ স্ট্রাইক রেটে তিনি করেন ৪০৩ রান। 

পাঁচজন দলে জায়গা পাওয়ায় বাদ পড়েছেন সমান সংখ্যক ক্রিকেটার। তারা হলেন ইয়াসির আলি রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার মাটিতে গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে ছিলেন তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ সেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর স্টেডিয়ামে পরের দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ। পরের দিন বাংলাদেশ ছেড়ে যাবে ইংলিশরা।

টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে