• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১১:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২৩, ১১:৫০ পিএম

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নেইমার
ছবি ● সংগৃহীত

চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা, চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে না পারার পর আরও এক খারাপ খবর এলো নেইমার ভক্তদের জন্য। 

ফরাসি ক্লাব পিএসজি জানিয়েছে, নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেলে লিগামেন্ট ঠিক করতে অস্ত্রোপচার করাতে হবে। এজন্য অন্তত তিন থেকে চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ, চলতি মৌসুমে নেইমারকে আর মাঠে দেখা যাবে না।

পিএসজির বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞরা সবকিছু ভালোভাবে পর্যালোচনার পর নেইমার জুনিয়রের অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। দোহায় আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিন থেকে চার মাস পর তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারেন।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। এরপর গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে পিএসজির জয়ের ম্যাচে ৫১ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিল ফরোয়ার্ড। এবারও আঘাতটা সেই অ্যাঙ্কেলই। পিএসজির মেডিক্যাল স্টাফদের পরামর্শ, বারবার অ্যাঙ্কেলের চোট এড়াতে অস্ত্রোপচারই নেইমারের সমাধান।

জাগরণ/খেলা/ফুটবল/এসএসকে