• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ১২:৫৪ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২৩, ১২:৫৪ এএম

জাকিরের চোটে ওয়ানডে দলে রনি তালুকদার

জাকিরের চোটে ওয়ানডে দলে রনি তালুকদার
ছবি ● ফাইল ফটো

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গুণে গুণে আট বছর পর জাতীয় দলে ফিরেছিলেন রনি তালুকদার। জাকির হাসান চোটে পড়ায় এবার ওয়ানডে দলেও ডাক পেলেন ডানহাতি এই ব্যাটার।

জাকিরের মত রনিরও ওয়ানডে অভিষেক হয়নি।

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখেই বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালেই সিলেট পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনও করেছেন মুশফিক-মুস্তাফিজরা। তাদের সঙ্গে ছিলেন ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসানও। কিন্তু আঙুলের চোটে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা জাকির হাসান। বিসিবি প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন এ ব্যাটসম্যান।’

সাধারণত এই ধরনের চোট গুরুতর হলে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে অপেক্ষা বাড়ছে সিলেটের এই ক্রিকেটারের।

জাকিরের জায়গায় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার ভালো শুরু করেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হারলেও মোহামডানের হয়ে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন রনি তালুকদার।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে