
সিলেটে মুশফিকুর রহিমের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড ৩৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সব সমালোচনা উড়িয়ে দিলেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম।
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির দিনে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
সেঞ্চুরির জন্য ৪ বলে প্রয়োজন ছিল ৯ রান, মুশফিক এক বাউন্ডারির সাথে দুটি ডাবলস নিয়ে পৌঁছে যান ম্যাজিক ফিগারের কাছে।
শেষ বলে এক রানেই লক্ষ্য পূরণ মুশফিকের ৬০ বলে সেঞ্চুরি। বাংলাদেশের দ্রুততম। ভাঙলেন সাকিবের ১৪ বছর পুরনো রেকর্ড।
২০০৯-এ জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব। তিন বল কম খেলে তিন অঙ্কের স্কোর মুশির।
এই সেঞ্চুরি স্পেশাল, বড্ড স্বস্তির। সম্প্রতি তার রান খরা নিয়ে যে সমালোচনা, তার জবাব এই ম্যাজিকাল ইনিংস। প্রায় দুই বছর, ১৬ ইনিংস পর ওয়ানডেতে মিস্টার ডিপেন্ডেবলের সেঞ্চুরি, ক্যারিয়ারের নবম।
দ্রুততম সেঞ্চুরির দিনে শুরুটা ছিল মন্থর, প্রথম ১১ বলে তুলেছিলেন ১০ রান। এরপরই সিলেটে মুশফিক তাণ্ডব। আইরিশ বোলারদের কোনও পরিকল্পনাই কাজে আসেনি তার সামনে। ১৪টি চার ও দুটি ছক্কায় একশো নটআউট।
জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে
এদিন আরও একটা মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক, ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করে তামিম-সাকিবের সঙ্গী হয়েছেন এমআর ফিফটিন।