• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ১১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২৩, ১১:৫৮ পিএম

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে কাল মাঠে নামবে টাইগাররা

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে কাল মাঠে নামবে টাইগাররা
ছবি ● ফাইল ফটো

সিরিজ নিশ্চিতের ম্যাচের আগের নির্ভার বাংলাদেশ দল। টাইগাররা বিশ্রামে কাটালেও আয়ারল্যান্ড ব্যস্ত ছিল মাঠের অনুশীলনে। বাংলাদেশের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয়, আর আইরিশরা একটা জয় দিয়ে ঘুরে দাড়াতে মরিয়া।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু ।

জহুর আহমেদ চৌধুরীর উইকেটে কোনও ঘাস নেই। সিলেটের মতো এখানেও রানের খেলা হচ্ছে। মাঠের ২২ গজ প্রথম ম্যাচের মতোই থাকবে ব্যাটিং ফ্রেন্ডলি। ফলে বড় রান করা কিংবা বড় রান তাড়া করার অভ্যাস গড়ে তোলাই টাইগারদের লক্ষ্য।

তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টিতে পার্থক্য স্পষ্ট হয়েছে। বাংলাদেশ বড় ভুল না করলে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারা কঠিন। তাইতো দ্বিতীয় টি-টোয়েন্টির আগে একেবারে নির্ভার দল। বিশ্রামে সাকিব-তাসকিনরা। জিম আর মিটিংয়েই সময় কেটেছে হোটেলে।

ইংল্যান্ড সিরিজ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করেছে হাথুরুর দল। ব্যাটিংয়ে নতুন বাংলাদেশের দেখা মিলেছে, বোলিংয়ে তাসকিন-হাসানের রসায়ন জমে উঠছে বেশ। প্রক্রিয়াগুলো দ্বিতীয় ম্যাচেও ঠিক রাখতে চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশে একটা পরিবর্তন আসতে পারে। নাসুম অথবা মিরাজের জায়গায় হাথুরু বাজি ধরতে পারেন রিশাদকে নিয়ে।

বাংলাদেশ হোটেলবন্দি হয়ে সময় কাটালেও, সেই সুযোগ নেই আয়ারল্যান্ডের। তপ্ত দুপুরে জহুর আহমেদে ঘাম ঝড়িয়েছেন ব্যাটাররা। সিরিজে টিকে থাকার ম্যাচে লড়াইটা করতে চায় সর্বশক্তি দিয়ে।

সমর্থকদের জন্য সুখবর, ম্যাচ ডে তে বৃষ্টি শঙ্কা নেই। প্রথম ম্যাচের মতো ওভার কমে যাওয়ার শঙ্কা নেই।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে