• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ১২:২৭ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২৩, ১২:২৭ এএম

এবার আইরিশদের হোয়াইটওয়াশের মিশন টাইগারদের

এবার আইরিশদের হোয়াইটওয়াশের মিশন টাইগারদের
ছবি ● ফাইল ফটো

দাপট দেখিয়ে, রেকর্ড গড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের মিশন। আগ্রাসী মানসিকতায় ৩-০তে সিরিজ জয়ের আশাবাদ ওপেনার রনি তালুকদারের। তৃতীয় টি-টোয়েন্টির একাদশে একাধিক পরিবর্তন আসছে।

শুক্রবার (৩১ মার্চ) খেলা শুরু দুপুর দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ।

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডকে হেসে খেলে হারিয়ে দেয়া। একের পর এক রেকর্ড গড়ে চলা। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বড় পরিবর্তনের অন্যতম কারণ তো ওপেনিং ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিং আর লিটনকেও যেন বদলে দিয়েছেন রনি তালুকদার। কিভাবে সম্ভব করেছেন সেটা?

বাংলাদেশের ওপেনার রনি তালুকদার বলেন, ‘আমার কোনও ভয় নেই, হারানোর কিছু নেই। কারণ, আমি আট বছর আগেও যেমন খেলা খেলেছি শুরু থেকেই আমার খেলার ধরনটাই এমন ছিল। কারণ, আমি ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামি। আমার টিম ম্যানেজমেন্ট আমাকে যে বার্তা দিয়েছে, আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বলেছে, তুমি বিপিএলে যে কাজটা করেছ, এখানেও সেটাই করবে।’

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ঝুঁকি নেয়া, সাহস দেখিয়ে বুক চিতিয়ে লড়াই করা। যেটা বাংলাদেশ পারেনি আগে কখনও, সাকিব-হাথুরু জুটিতে অবশেষে সেটা করতে পেরেছে বাংলাদেশ। তরুণদের মধ্যে কীভাবে এতো সাহসের সঞ্চার হলো, জানিয়েছেন রনি।

রনি তালুকদার বলেন, ‘আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব। আমাদের ভয়ডর থাকবে না, সব সময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব। হতে পারে কখনও আমরা ব্যর্থ হব, কখনও আবার সফল হব। যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা কোচ-অধিনায়কের চিন্তাভাবনাও একই।’

যে অ্যাপ্রোচে একের পর এক সাফল্য আসছে, সেটা অভ্যাসে গড়ে তুলছে চায় বাংলাদেশ। হোয়াইটওয়াশের মিশনে, আগ্রাসী থাকবে পুরো দল। দলে একাধিক পরিবর্তন আসবে, সে আভাস পাওয়া গেছে। রিশাদ, শরিফুল, অনিকের মধ্যে দুই জনকে দেখা যাবে একাদশে। রিশাদের অভিষেক অনেকটায় নিশ্চিত।

ব্যর্থতার বৃত্তে বন্দি আয়ারল্যান্ড। ফরম্যাট পরিবর্তন, একাদশে কিংবা পরিকল্পনায় রদ বদল করেও ফল পাচ্ছে না। বাংলাদেশের দুর্দান্ত ফর্মের কাছে তিন বিভাগেই যেন অসহায় স্টারলিংয়ের দল। তার পরেও শেষ ম্যাচে আশা নিয়ে মাঠে নামতে চাইবে।

শেষ টি-টোয়েন্টিতেও হবে রান বন্যা। উইকেট থাকবে প্রথম দুই টি-টোয়েন্টির মতোই ব্যাটিং স্বর্গ।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে