আইপিএল রেখে হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পারিবারিক কারণে দেশে ফিরেছেন তিনি।
কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শুক্রবার (২৮ এপ্রিল) জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’
দেশের ম্যাচ থাকায় ৯ এপ্রিল কলকাতায় পৌঁছেন লিটন। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় তার। কিন্তু অভিষেকটা তার জন্য মোটেও ভালো হয়নি। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে রানের খাতা খুললেও বাজে শটে আউট হন ওই চার রানেই। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হারান তিনি।
আইপিএল খেলার জন্য লিটনকে বিসিবি ছাড়পত্র (এনওসি) দিয়েছিল আগামী ২ মে পর্যন্ত। সেটা আরও দুদিন বাড়িয়ে নেন লিটন।
শনিবার (২৯ এপ্রিল) গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে নামবে কলকাতা। আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে কেকেআর।
জাগরণ/খেলা/ক্রিকেট/আইপিএল/কেএপি