• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০১:০৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২৩, ০১:০৪ এএম

তামিম অবসরে, অধিনায়ক কে

তামিম অবসরে, অধিনায়ক কে
ছবি ● ফাইল ফটো

এমনটা খুব কম দেখা যায়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষেই আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। সিরিজের মাঝপথে বাংলাদেশের কোনো অধিনায়কের অবসরের ঘোষণা দেয়া অবশ্য এবারই প্রথম নয়।

মজার ব্যাপার, মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি থেকে অবসরের সে ঘোষণার সময়ও কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন। তবে মাশরাফি সিরিজের শেষ ম্যাচ খেলে অবসর নেবেন বলে জানিয়েছেন। তামিম সে অপেক্ষাও করেননি।

তামিমের এভাবে অবসরে চলে যাওয়া সিরিজের বাকি দুই ম্যাচ নিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। আগামী ৮ ও ১১ জুলাইয়ের দুই ওয়ানডেতে তাহলে অধিনায়কত্ব করবেন কে?

দলে সাবেক দুই অধিনায়ক আছেন। তবে মুশফিকুর রহিমকে আবার অধিনায়ক বানানোর সম্ভাবনা প্রায় শূন্য। সাকিব আল হাসানের ক্ষেত্রে আবার উল্টো। টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়ক সাকিব। ওয়ানডেতেও তাকেই বোর্ডের পছন্দ ছিল একসময়। কিন্তু বারবার নানা বিতর্কিত কারণে তাকে দায়িত্ব দিতে না পারায় মাঝে তামিমকেই দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু তামিম সরে যাওয়ায় ওয়ানডে বিশ্বকাপে তাকেই নেতৃত্বে দেখার সম্ভাবনা অনেক।

তবে সিরিজের মাঝপথেই এত বড় সিদ্ধান্ত নাও নিতে পারে বোর্ড। এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত দেয়া হয়নি।

ভারতের বিপক্ষে গত ডিসেম্বরে তামিম চোটের কারণে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাস দায়িত্ব পেয়েছিলেন। নিজের প্রথম পূর্ণ দায়িত্বেই সফল হয়েছিলেন লিটন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। গত মাসে আফগানিস্তানের বিপক্ষেই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে রেকর্ড জয়ের স্বাদ পেয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

সিরিজের বাকি দুই ম্যাচে তাই লিটনেরই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি।

জাগরণ/খেলা/জাতীয়ক্রিকেট/এসএসকে