• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১২:৩৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০২৩, ১২:৩৩ এএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়
ছবি ● সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল টাইগ্রেসরা। 

রোববার মিরপুর শের-ই বাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে কোনোরকমে ১৫০ পার হয় বাংলাদেশের। বৃষ্টি বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ১৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি নিগাররা। 

জবাবে মারুফা আক্তারের চার এবং রাবেয়া খানের তিন উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে। এর মধ্য দিয়ে ৪০ রানের জয়ে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। 

ছোট লক্ষে ভারতীয় নারী দল ৪৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে ওই চাপ তারা আর সামল দিতে পারেনি। ২৯তম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারায় ভারত। দলের রান তখন ৯১। ৩০তম ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে টানা তিন ধাক্কা খায় তারা। 

বাংলাদেশ দলের হয়ে চতুর্থ ওয়ানডে খেলতে নামা ১৮ বছরের মিডিয়াম পেসার মারুফা আক্তার সাত ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন চার উইকেট। রাবেয়া ৭.৫ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের মারুফা আক্তার। 

জাগরণ/খেলা/নারীক্রিকেট/এসএসকে