• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ১২:৪৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০২৩, ০৬:৫৭ এএম

ইমার্জিং এশিয়া কাপ

আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ছবি ● সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দলকে।

মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। তবে মিডল অর্ডারে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান করে বাংলাদেশ।

কঠিন এই লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৮ উইকেটে করতে পারে ২৮৭ রান।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান ৩ খেলায় আফগানদেরও পয়েন্ট ৪। তবে নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তারপরও তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি।

দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে কারা শেষ চারে যাবে, সেটা নির্ধারণ হবে শ্রীলঙ্কা-ওমান ম্যাচের পর।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৩০৮/৭, ৫০ ওভার (নাইম শেখ ১৮, তানজিদ তামিম ৯, জাকির হাসান ৬২, সাইফ হাসান ৪, মাহমুদুল হাসান জয় ১০০, সৌম্য সরকার ৪৮, আকবর আলী ৪, শেখ মাহদি ৩৬*, রকিবুল হাসান ১৫*, অতিরিক্ত ১২, মোহাম্মদ সালিম ৪/৬৫, মোহাম্মদ ইব্রাহিম ১/৭৩, জিয়াউর রহমান ১/৪১, ইজহারুল হক নাভেদ ১/৫৯)।

আফগানিস্তান: ২৮৭/৮, ৫০ ওভার (রিয়াজ হাশিম ৭৮, জুবায়েদ আকবারী ১০, নুর আলী জাদরান ৪৪, শহিদুল্লাহ ৪৪, বাহির শাহ ৫৩*, শারাফউদ্দীন আশরাফ ১৪, ইজহারুল হক নাভেদ ১৫, জিয়াউর রহমান ৬; রাকিবুল হাসান ২/৩০, তানজিম সাকিব ৩/৬৭, রিপন মণ্ডল ১/৯৩, সৌম্য সরকার ২/৬১, শেখ মাহদি ০/৩৩)।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে