
চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন জাতীয় দলের এই জনপ্রিয় ক্রিকেটার। এজন্য দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি।
সোমবার বিকেলে দেশে ফিরে তামিম গণমাধ্যমের সাথে কথা না বলে শুধু হাত নেড়েই বিমানবন্দর ছাড়েন।
লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তামিমের মেরুদণ্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দু’টি ইনজেকশন দেয়া হবে।
গত বৃহস্পতিবার প্রথম ইনজেকশন নেন তামিম। আর শুক্রবার নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন।
দেশে ফিরে বিশ্রামে থাকবেন তামিম। দুই সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন তিনি। তবে, আবারও যদি ব্যথা অনুভব করেন তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে তার।
এই ইনজুরির জন্য অস্ত্রোপচার করানোর সুযোগ ছিলো তামিমের। কিন্তু তখন পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগতো। তাই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দু’টি টুর্নামেন্টের আগে অস্ত্রোপচারের ঝুঁকি নেননি বাঁ-হাতি ড্যাশিং ওপেনার।
জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে