• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০২৩, ০৯:৪৪ পিএম

পদ্মা সেতু ঘুরে গেলো ক্রিকেট বিশ্বকাপের ট্রফি

পদ্মা সেতু ঘুরে গেলো ক্রিকেট বিশ্বকাপের ট্রফি
ছবি ● সংগৃহীত

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে প্রদর্শিত হয়েছে।

সোমবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর এক নম্বর পিলার সংলগ্ন এলাকায় ট্রফিটি নিয়ে আসা হয়। সেখানে সেতুকে ঘিরে চলে ফটোসেশন।

হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সড়ক পথেই এটিকে নিয়ে আসা হয়।

ফটোসেশন অনুষ্ঠানে আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রীতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতুতে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং গণমাধ্যম কর্মীদের প্রদর্শনের জন্য ট্রফিটি রাখা হবে।

৯ আগস্ট বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে ট্রফিটি রাখা হবে।

বিশ্বকাপ শুরুর একশ’ দিনের ক্ষণ গণনার অংশ হিসেবে গত ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়।

একশ’ দিনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমণ করবে ট্রফিটি।

বিশ্ব ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর আগে শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফি।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় এ ইভেন্ট।

জাগরণ/খেলা/ক্রিকেট/এমএ