• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১২:৩০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০২৩, ১২:৩০ এএম

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির

বিশ্রামের ফুরসত নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়ানডে বিশ্বকাপের আগে এবং পরে দুই দফায় বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিশ্বকাপের বড়মঞ্চের ঠিক আগে, মিরপুরে গড়াবে তিন ম্যাচের ওডিআই। বিশ্বকাপের পর এসে বাংলাদেশের সাথে জোড়া টেস্ট খেলবে কিউইরা।

বৃহস্পতিবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবকটা ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

বিশ্বকাপের পর দুই টেস্ট খেলতে আবার আসবে কিউইরা। টেস্টের ভেন্যু এখনো ঠিক করেনি বিসিবি। ভেন্যু চূড়ান্ত না করলেও, জানা গেছে প্রথম টেস্ট সিলেটে, শেষটা হতে পারে ঢাকায়।

নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ দিয়েই আবারো লাল সবুজ জার্সিতে ফেরার কথা তামিম ইকবালের।

ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরার মিশনে তামিম ইকবাল। ব্যাক পেইন কমাতে লন্ডন থেকে জোড়া ইনজেকশন নিয়ে এসেছেন, ঢাকায় চলছে পুনর্বাসন কার্যক্রম। তার চোখ নিউজিল্যান্ড সিরিজে। কিউই পাখির ডানা ভেঙে, ফর্মের জানান দিয়েই বিশ্বকাপে যেতে চান ড্যাশিং বাহাতি।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে