• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ১২:৩৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০২৩, ০৬:৩৯ এএম

মাহমুদউল্লাহকে নিয়ে ৮ জনের ক্যাম্প চালাবে বিসিবি?

মাহমুদউল্লাহকে নিয়ে ৮ জনের ক্যাম্প চালাবে বিসিবি?
ছবি ● ফাইল ফটো

মাহমুদউল্লাহ এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি। এ নিয়ে ফেসবুকে এক দফা ক্ষোভ জানিয়েছেন তার স্ত্রী ও শ্যালিকা। তার সমর্থকরাও ক্ষোভ জানিয়েছেন। নেট জগৎ থেকে বেড়িয়ে বাস্তবে মানবন্ধনও করেছেন কিছু।

তবে বিশ্বকাপে মাহমুদউল্লাহর খেলার সম্ভাবনা এখনও আছে। দল যখন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত থাকবে। তখন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিশেষ অনুশীলন ক্যাম্প চালু করবে। সে ক্যাম্পে থাকার সম্ভাবনা আছে মাহমুদউল্লাহর।

শনিবার (১৯ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের মুখে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘বিশ্বকাপের এখনো দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের চোট সমস্যা হতে পারে। সব কিছু মাথায় রেখেই আমাদের পুল... ৩০-৩২ জনের একটা পুল তো আছেই। সবাই যেন অনুশীলনে থাকে, যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত চোটে পড়ে, চোট তো খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।’

এই ক্যাম্পে মাহমুদউল্লাহ থাকবেন কি না, সেটা অবশ্য নিশ্চিত করলেন না সাবেক অধিনায়ক, ‘কে কে থাকবে, কোন আট জন থাকবে তা এখনও আমরা ঠিক করি নি। তবে ৩২ জনের পুল আমরা আগেই করেছিলাম। তাদের বাইরে থেকে কেউ থাকবে নাকি সেখান থেকেই থাকবে, সেটা হয়তো ঠিক করা হবে।’

এই বিশেষ ক্যাম্প দুই-একদিনের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচক কমিটির সদস্য।

জাগরণ/খেলা/ক্রিকেট/এমএ