• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০২৩, ১২:৫৯ এএম

এশিয়া কাপ

বাংলাদেশের খেলা কবে, কখন, কোথায়

বাংলাদেশের খেলা কবে, কখন, কোথায়
ছবি ● ফাইল ফটো

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের আয়োজন যৌথভাবে হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। নেপালের বিপক্ষে ঘরের মাঠ মুলতানে পাকিস্তান খেলবে প্রথম ম্যাচটি। বাংলাদেশের ‘মিশন’ শুরু বৃহস্পতিবার থেকে। ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন ও কোথায় এক নজরে দেখে নেয়া যাক
 

 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ 
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
৩১ আগস্ট, বৃহস্পতিবার
ভেন্যু : পাল্লেকেলে, শ্রীলঙ্কা
সময় : বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ 
আফগানিস্তান বনাম বাংলাদেশ
৩ সেপ্টেম্বর, রোববার
ভেন্যু : লাহোর, পাকিস্তান
সময় : বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা 

বাংলাদেশ যদি সুপার ফোরে কোয়ালিফাই করে (সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হোক বা রানার্সআপ হয়ে), সেক্ষেত্রে বাংলাদেশ ‘বি২’ হিসেবে বিবেচিত হবে। একইভাবে শ্রীলঙ্কা যদি সুপার ফোরে কোয়ালিফাই করে, (সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হোক বা রানার্সআপ হয়ে), সেক্ষেত্রে তারা ‘বি১’ হিসেবে বিবেচিত হবে। আফগানিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করলে তারা যাদের বদলে যাচ্ছে, তাদের জায়গাটা নেবে – শ্রীলঙ্কার জায়গা নিলে তারা ‘বি১’ হিসেবে বিবেচিত হবে, বাংলাদেশের জায়গা নিলে ‘বি২’।

আবার, গ্রুপ ‘এ’ থেকে যদি পাকিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করে, (সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হোক বা রানার্সআপ হয়ে), সেক্ষেত্রে পাকিস্তান ‘এ১’ হিসেবে বিবেচিত হবে। গ্রুপ ‘এ’ থেকে যদি ভারত সুপার ফোরে কোয়ালিফাই করে, (সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হোক বা রানার্সআপ হয়ে), সেক্ষেত্রে ভারত ‘এ২’ হিসেবে বিবেচিত হবে।  একইভাবে, নেপাল যদি কোনো অঘটন ঘটিয়ে গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে কোয়ালিফাই করে, তাহলে যাদের বদলে সুপার ফোরে জায়গা পেয়েছে, তাদের স্থান নেবে – পাকিস্তানের জায়গা নিলে ‘এ১’, ভারতের জায়গা নিলে ‘এ২’।

 

এমন হিসেবে, বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করলে (বি২) সাকিবদের ম্যাচগুলো যখন ও যেখানে হবে – 

প্রথম ম্যাচ : প্রতিপক্ষ পাকিস্তান বা নেপাল
তারিখ ও সময় : ৬ সেপ্টেম্বর, বুধবার, বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা 
ভেন্যু : লাহোর, পাকিস্তান

দ্বিতীয় ম্যাচ : প্রতিপক্ষ আফগানিস্তান বা শ্রীলঙ্কা
তারিখ ও সময় : ৯ সেপ্টেম্বর, শনিবার, বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা 
ভেন্যু : কলম্বো, শ্রীলঙ্কা

তৃতীয় ম্যাচ : প্রতিপক্ষ ভারত বা নেপাল
তারিখ ও সময় : ১৫ সেপ্টেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা 
ভেন্যু : কলম্বো, শ্রীলঙ্কা

জাগরণ/খেলা/ক্রিকেট/এশিয়াকাপ/এসএসকে