• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:২৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:২৫ এএম

বাংলাদেশ বিশ্বকাপের দল দেবে ২৬ সেপ্টেম্বর

বাংলাদেশ বিশ্বকাপের দল দেবে ২৬ সেপ্টেম্বর
ছবি ● ফাইল ফটো

ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময় চলে এসেছে।

মঙ্গলবার থেকেই বিশ্বকাপের দল ঘোষণা করার কথা অংশগ্রহণকারী দলগুলোর। তবে বাংলাদেশ এত দ্রুত দল ঘোষণা করার ঝুঁকি নিচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই বিশ্বকাপের জন্য ১৫ জনের নাম জানানো হবে।

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এই খবর।

সাংবাদিকদের কৌতুহল মেটাতে বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই আইসিসির কাছে খসড়া একটা স্কোয়াড পাঠানো হবে। তবে সে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকবে। এখনই কেন বিশ্বকাপের দল দেয়া হচ্ছে না, তার ব্যাখ্যায় বলেছেন, ‘ধরেন তামিম-লিটন দাসদের নাম দিলাম। পড়ে যদি খেলতে না পারে। ফিট যদি না হয়। তবে তাই বলে দিচ্ছি না যে তা না। নিশ্চয়ই ওদের নাম দেবে, যদি (দল) দেয়।’

আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দল দেয়ার সুযোগ থাকবে। এরপর কোনও বদল আনতে হলে যথাযথ কারণ (চোট বা নিষেধাজ্ঞা) দেখাতে হবে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত বাংলাদেশের, ‘আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখব। এখানেও যারা আছে তারা অনেকে সুযোগ পাবে। আমরা আমাদের সেরা সম্ভাব্য স্কোয়াডটাই দেব ২৬ তারিখ।’

আগে বলা হয়েছিল এশিয়া কাপের দলটিই হয়তো বিশ্বকাপে যাবে। কিন্তু এশিয়া কাপে তামিম ইকবাল ও লিটন দাস খেলতে পারেননি। আবার এশিয়া কাপে ১৭ জন ডাক পেলেও বিশ্বকাপের দলে জায়গা পাবেন ১৫ জন। তাই দলে পরিবর্তন আসার সুযোগ আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এমনকি এশিয়া কাপের স্কোয়াডে না থাকা মাহমুদউল্লাহ বা মোসাদ্দেক হোসেনের সম্ভাবনাও উড়িয়ে দিতে চান না বিসিবি সভাপতি, ‘আমার মনে হয়, ওদের সুযোগ থাকবে খেলার। আমি জানি খেলবে।

এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’  

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে