• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:৩৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:৩৪ এএম

এশিয়া কাপ

পাকিস্তানি পেসারদের নিয়ে ভাবছেন না মিরাজ

পাকিস্তানি পেসারদের নিয়ে ভাবছেন না মিরাজ
ছবি ● ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে হতাশার শুরুর পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে জিতেছে তো বটেই নিশ্চিত করেছে সুপার ফোর।

এই জয়ে বড় ভূমিকা মেহেদী হাসান মিরাজের। ওপেন করতে নেমে মিরাজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। হয়েছেন জয়ের নায়ক।

সুপার ফোরে অন্যান্য দলের পাশাপাশি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে ওপেন করলে পাকিস্তান পেসার এবং বিশ্বের অন্যতম সেরা বোলার শাহিন আফ্রিদির মুখোমুখি হতে হবে মিরাজকে। তবে মিরাজ এই চ্যালেঞ্জ নিতে মুখিয়েই আছেন, 'আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে সব সময়ই প্রস্তুত।'

ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন। পাকিস্তানের বাকি পেসাররাও ছিলেন ছন্দে। হারিস রুউফ, নাসিম শাহদের সামলানো নিয়ে কী ভাবছেন তা জানালেন মিরাজ, 'আমি কোনো বোলারকে নিয়ে দুশ্চিন্তা করি না।

আমি মিডল অর্ডারে ভালো খেলতে চাই। হ্যাঁ, পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ। টপ অর্ডারেও খেলতে পারব। টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে।'

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টাইগাররা। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে।

জাগরণ/খেলা/ক্রিকেট/এশিয়াকাপ/এমএ