• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ১২:১৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২৩, ১২:১৬ এএম

বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টর সুজন

বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টর সুজন
খালেদ মাহমুদ সুজন ● ফাইল ফটো

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা তাকে এই দায়িত্ব দিয়েছেন।

এর আগেও খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ছিলেন। সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সময় দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর সরে যান ওই পদ থেকে। আবার তার দায়িত্বে ফেরার বিষয়ে সম্প্রতি সুজন বলেছিলেন, ওই দায়িত্বে ফেরার জন্য তিনি প্রস্তুত নন। 

তবে নতুন করে দায়িত্বে ফেরার বিষয়ে সাবেক এই ক্রিকেটার ও স্থানীয় ক্রিকেটের সফলতম কোচ বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আহ্বানকে না বলা তার পক্ষে সম্ভব না।

সংবাদ মাধ্যম ক্রিকবাজকে সুজন বলেছেন, ‘পাপন ভাই সকালে আমাকে ফোন করেছিলেন এবং বলেছেন যে, বিশ্বকাপে টিম ম্য্যানেজমেন্টে আমার নাম রেখেছেন, আমি উনাকে না করতে পারিনি।’

এর আগে খালেদ মাহমুদ সুজন সংক্ষিপ্ত মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। চন্ডিকা হাথুরুসিংহের আগের মেয়াদে তিনি টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন। রাসেল ডমিঙ্গোর সময় তিনি ছিলেন দলের টেকটিক্যাল ডিরেক্টর।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে