
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ১০ দল নিয়ে আয়োজিত আসরের প্রথম পর্বে অংশগ্রহণকারী বাকি ৯ দলের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী। আগামী সাত অক্টোবর বাংলাদেশ সময় বেলা ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
জাগরণ/খেলা/বিশ্বকাপক্রিকেট/এসএসকে