• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১২:৪৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২৩, ১২:৪৫ এএম

‘দলের সব ব্যাটাররা ফর্মে আছে’

‘দলের সব ব্যাটাররা ফর্মে আছে’
ছবি ● ফাইল ফটো

বাংলাদেশ দলের সব ব্যাটার ফর্মে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সকলে একসঙ্গে জ্বলে উঠতে না পারায় আক্ষেপ করেছেন তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘লিটন রান করেছে, এটা আমাদের জন্য ইতিবাচক। তানজিদ দুই ম্যাচে রান না পেলেও প্রস্তুতি ম্যাচে রান করেছে। যার অর্থ সেও ফর্মে আছে। বিশ্বকাপে এমন হয়, যে কেউ যে কোন ম্যাচে রান নাও করতে পারে। আমাদের দলের অন্যরাও ফর্মে আছে। এখন সবার একসঙ্গে জ্বল উঠতে হবে।’ 

হাথুরুর কথা একেবারে ফেলে দেয়ার মতো নয়। রান খরায় থাকা লিটন ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছেন। তানজিদ বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি পেয়েছেন। নাজমুল শান্ত দারুণ ছন্দে আছেন। প্রস্তুতি ম্যাচের পর ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী মিরাজ রান পেয়েছেন। আজ আবার ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। 

তারা সবাই রানে থাকলেও নিয়মিত রান পাচ্ছেন না। টপ অর্ডারে নিয়মিতই শুরুতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে হেড কোচ হাথুরুসিংহে বলেছেন, নিয়মিত ম্যাচ জিততে হলে টপ অর্ডারে রান করতে হবে, ‘টপ অর্ডারে রান না পাওয়া অবশ্যই চিন্তার বিষয়। আপনি পাওয়ার প্লেতে ৩ উইকেট হারালে বেশি ম্যাচ জিতবেন না। আমরা সাত ব্যাটার নিয়ে খেলছি, তার মানে টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে।’

জাগরণ/খেলা/বিশ্বকাপফুটবল২০৩০/এসএসকে