• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ১২:৩৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০২৩, ১২:৩৭ এএম

এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছেন না শান্ত

এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছেন না শান্ত
ছবি ● সংগৃহীত

আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাকিবের দল।

এক জয়, এক হার নিয়ে এখনো সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেকটা পথ।

কিন্তু বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসন শান্ত এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছেন না, 'প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য জরুরি। আমার মনে হয় না, এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা খুব জরুরি। একটা একটা করে ম্যাচ যেতে চাই। যদি কালকের ম্যাচটা ভালোভাবে শেষ করি তাহলে যে লক্ষ্যটা থাকবে সেখানে বেশ ভালভাবে এগোতে পারব।'

শুক্রবারের ম্যাচে ওপেনিং নিয়ে টিম ম্যানেজমেন্টের কোনো ভাবনা আছে কি না, উত্তরে শান্ত বলেন, আমরা ওপেনিং নিয়ে না ভাবি। দলে যারা আপার অর্ডার ব্যাটিং করে, তারা সবাই প্রস্তুত রান করতে।

জাগরণ/খেলা/বিশ্বকাপফুটবল২০৩০/এসএসকে