• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০২৩, ১১:৫৫ পিএম

এবারও পারল না বাংলাদেশ

এবারও পারল না বাংলাদেশ
ছবি ● সংগৃহীত

ভারতের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেলো বাংলাদেশের কাছে।

পুনেতে ম্যাচে খেলতে নেমে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগেই বড় ধাক্কা ছিল ইঞ্জুরির কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিবের খেলতে না পারা।

ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। জয়ের আশা জাগে বাংলাদেশ শিবিরে। তবে ৯২ রানে তানজিদ তামিম ফিরে গেলে শুরু হয় বিপর্যয়। এলবিডব্লিউ হয়ে ফিরে যান তানজিদ তামিম। তার আগে করেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি।

তামিমের পর বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউর ফাঁদে অধিনায়ক। এরপর সিরাজের শিকার মিরাজ।

হাফসেঞ্চুরি হলেও কাঙ্ক্ষিত সেঞ্চুরি করতে পারেননি লিটন দাস। রবীন্দ্র জাদেজার সাধারণ বলে ফিরেন তিনি।

লিটন ফেরার পর হৃদয়ের সাথে জুটি গড়তে চেষ্টা করেন মুশফিক। তবে ৪২ রানের সে জুটি ভাঙে হৃদয়ের উইকেট পতনে।

এরপরেই এই ম্যাচে যশপ্রীত বুমরার প্রথম উইকেট হয়ে ফিরে যান মুশফিক। দুইশ পার করে বাংলাদেশ।

শেষ সময়ে নাসুমকে সাথে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করেন মাহমুদউল্লাহ। সেই এগিয়ে যাওয়া আর হয়নি, সিরাজের শিকার হয়ে ফিরেন নাসুম।

তারপর বুমরার ইয়র্কার আটকাতে না পেরে আউট হন বাংলাদেশের শেষ ভরসা মাহমুদউল্লাহ। ৫০ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫৬ রান।

বাংলাদেশের দেয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

১৩তম ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। হাসান মাহমুদের বলে তৌহিদ হৃদয়ের ক্যাচ হয়ে ফিরেন রোহিত শর্মা। আউট হওয়ার আগে রোহিতের সংগ্রহ ছিলো ৪০ বলে ৪৮ রান।

৫২ বলে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি করেন শুভমান। ফিফটির পরেই ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিরাজকে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহর ক্যাচ হয়ে ফিরে যান গিল।

এরপর আজকের ম্যাচে মাহমুদউল্লাহর দ্বিতীয় ক্যাচে মিরাজের দ্বিতীয় উইকেট হয়ে ফিরে যান শ্রেয়াস আইয়ার। এরপরেই ২০০ রান ছুঁয়ে ফেলে ভারত।

তারপর শুরু হয় কোহলি তাণ্ডব। করেন ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি। সেঞ্চুরির সাথে বাংলাদেশকে হারিয়ে ভারতের জয় নিয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৪১ ওভার বলে কাঙ্ক্ষিত জয় পায় ভারত।

জাগরণ/খেলা/বিশ্বকাপফুটবল২০৩০/এসএসকে