• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ১২:৪৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০২৩, ১২:৪৪ এএম

বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরলেন সাকিব

বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরলেন সাকিব
ছবি ● ফাইল ফটো

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরে এসেছেন।

বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ৎআগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা বাংলাদেশের।

 

এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। মঙ্গলবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ছিল।

বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বাজে ফর্মে আছেন। গত বিশ্বকাপে ৬০৬ রান করা সাকিব এবার ভারতের বিপক্ষে খেলেন নি। বাকি চার ম্যাচে মাত্র ৫৬ রান তার। এর মধ্যে ৪০ রানই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এমন না যে বল হাতেও খুব ভালো করছেন। এখন পর্যন্ত ৬ উইকেট পেয়েছেন। তবে এর অর্ধেকই এসেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে।

জাগরণ/খেলা/বিশ্বকাপফুটবল২০৩০/এসএসকে