• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১২:৩১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০২৩, ১২:৩১ এএম

ইউমেন ওয়ানডে সিরিজ

রোমাঞ্চ জয় বাংলাদেশের

রোমাঞ্চ জয় বাংলাদেশের
ম্যাচসেরা নিগার ● সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারতে হলেও দ্বিতীয় ওয়ানডেতে জয় হাতছাড়া করেনি বাংলাদেশ।

তবে এ ম্যাচ প্রথম ম্যাচের চেয়েও রোমাঞ্চ ছড়িয়েছে।

নির্ধারিত শেষ ওভার পর্যন্ত পাকিস্তানের জয়ের সম্ভাবনাও বাংলাদেশের মতোই ছিল। ম্যাচ টাই হয়েছিল।

এরপর সুপার ওভারে গড়ায় ম্যাচ, সেখানে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার বীরত্বে সিরিজে সমতা ফিরিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

৫০ ওভারে ১৬৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে এক বল বাকি থাকতেই ১৬৯ রানে অল আউট হয়ে যান পাকিস্তানের মেয়েরা। সুপার ওভারে পাকিস্তান তুলেছিল ৭, জবাবে ওভারের প্রথম ৪ বলে ৬ রান তোলা বাংলাদেশ পরের বলেই বিপাকে পড়ে সোবহানা মোস্তারির উইকেট হারিয়ে।

শেষ বলে নাশরা সান্ধুকে মিড অনের ওপর দিয়ে মেরে ঠাণ্ডা মাথায় চার রান সংগ্রহ করেন নিগার। ম্যাচসেরাও তিনি।

এর আগে ওপেনার ফারজানা হক (৮৮ বলে ৪০) ও মিডল অর্ডার ব্যাটার নিগার সুলতানার (১০৪ বলে ৫৪) ব্যাটে চড়ে ১৬৯ তোলে বাংলাদেশ। পাকিস্তানের আটজন ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও ২৭ এর বেশি কেউ করতে পারেননি।

জাগরণ/ক্রিকেট/ইউমেনওয়ানডেসিরিজ/এসএসকে